নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলের বেতন বকেয়া থাকায় রোসনা বেগম নামের এক শিক্ষার্থীর অভিভাবককে স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকের বাসায় ডেকে নিয়ে মারধর করে লাঞ্চিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক হলেন ইসলামবাগ আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন।
ভুক্তভোগী রোসনা বেগম বলেন, আমার স্বামী একজন সিএনজি চালক। গত তিনবছর পূর্বে আমার ছেলে হোসাইনকে ইসলামবাগ আইডিয়াল স্কুল এন্ড কলেজ নামের একটি প্রাইভেট স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি করাই। গত বছর অষ্টম শ্রেণি ফাইনাল পরিক্ষায় উত্তীর্ণ হয়। এরপর অর্থাভাবে তাকে এখানে পড়ালেখা করাতে পারছি না।
পরে হোসাইনকে অন্য স্কুলে পড়াবো বলে ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানাই কিন্তু তিনি এ বিষয়ে জানার পর থেকে বলে আসছেন হোসাইনের তিনবছরের বেতন বকেয়া রয়েছে এটা পরিশোধ করা হলেই তিনি টিসি দিবেন নয়তো দিবেন না। অথচ তার স্কুলে আমাদের কোন বকেয়া নাই।
আজকে হোসাইন টিসি আনতে গেলে স্কুলের মালিক ও প্রধান শিক্ষক মোসলেম স্যার ও তার স্ত্রী আমার ছেলেক তিন বছরের বকেয়া টাকা পরিশোধ না করলে টিসি দেওয়া হবেনা ও তারা হোসাইনকে গালাগাল করেন। পরে বিষয়টি জানতে স্কুলে গেলে ফোনে প্রধান শিক্ষক তার বাসায় যেতে বলেন।
পরে আমি সেখানে গেলে তিনি তার স্ত্রী ও শ্যালক আমার ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করেন। আমার আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা আমাকে তাদের ঘর থেকে বের করে দেন। সাথে সাথে বিষয়টি স্থানীয় ছাত্রদের মাধ্যমে সেনাবাহিনীকে জানানো হয়।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা ওই বাড়ির মালিক শাওন মিয়া বলেন, হঠাৎ তাদের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি মাস্টার সাহেব ও হোসাইনের মা মারামারি করছেন। পরে আমিসহ স্থানীয়রা তাদেরকে দূরে সরিয়ে দেই।
এ বিষয়ে অভিযুক্ত আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন বলেন, তার গায়ে হাত তুলা হয়নি। বরং সে আমার স্ত্রীকে মারধর করেছে। এখন উল্টো বলছেন আমরা মারধর করেছি। আমি শিক্ষা প্রতিষ্ঠান হোসাইনের কাছে তিন বছরের বেতনের বকেয়া টাকা পাবে। এটা চাওয়াতেই এমন ঘটনা ঘটিয়েছে তারা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত হোসেন বলেন, এখন পর্যন্ত এমন কোন অভিযোগ পাইনি। পেলে আইনি সহযোগিতা করা হবে।