
বাসা থেকে বের হয়ে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্রী সোহানা আক্তার (১৩) গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজ স্কুল ছাত্রী পিতা বাদী হয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডিনং- ৪৩৮।
নিখোঁজ স্কুল ছাত্রী সোহানা আক্তার বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী জন্ডিস গলি এলাকার সোহেল মিয়ার মেয়ে। এর আগে গত রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার রুপালী আবাসিক এলাকা থেকে ওই স্কুল ছাত্রী নিখোঁজ হয়। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ স্কুল ছাত্রীকে সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।