নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

বন্দরে গিয়াসউদ্দিন ডেইরী ফার্মে দু:সাহসিক চুরি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:৪৪, ৯ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে গিয়াসউদ্দিন ডেইরী ফার্মে দু:সাহসিক চুরি

বন্দরে গিয়াসউদ্দিন ডেইরী ফার্মে দুসাহসিক চুরি ঘটনা ঘটেছে।  অজ্ঞাত চোরের দল ট্রলার যোগে উল্লেখিত ডাইরী ফার্মে  এসে দুটি গরু ও ২ বাছুর চুরি করে  প্রায় ৪ লাখ টাকা ক্ষতিসাধন করে।

রোববার  (৮ সেপ্টম্বর) গভীর রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ ঘারমোড়াস্থ হাজী আলাউদ্দিন কোম্পানী পরিতক্ত রাইস মিলে এ চুরি ঘটনাটি ঘটে।  এ ঘটনায় ভূক্তভোগী ডেইরী ফার্ম মালিক বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছে।

এ ব্যাপারে গিয়াসউদ্দিন ডাইরী ফার্মের মালিক দক্ষিণ ঘারমোড়া এলাকার বাসিন্দা তাওলাদ হোসেন জানান, প্রতিদিনের মত গত রোববার রাত ৮টায়  ফার্মের গরুদের খাবার খাইয়ে বাসায় ঘুমাতে যাই। 

ওই সুযোগে অজ্ঞাত চোরের দল ট্রলার যোগে আমার ডেইরী ফার্মে এসে ২টি বড় গরু ও ২টি বাছুর গরু চুরি করে নিয়ে গিয়ে আমার প্রায় ৪ লাখ টাকা ক্ষতিসাধন করে। অনেক স্থানে খোজাখুজি করে আমার চুরিকৃত গরুর কোন হদিস পায়নি। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

সম্পর্কিত বিষয়: