নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২২ অক্টোবর ২০২৪

রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় অভিযানে ৭ লুটেরা আটক, কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৪, ৮ সেপ্টেম্বর ২০২৪

রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় অভিযানে ৭ লুটেরা আটক, কারাদণ্ড

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে সাত লুটপাটকারীকে আটক করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ওবাইদুর রহমান সালেহ এই সাজা প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হক।

দন্ডপ্রাপ্তরা হলেন, রুপগঞ্জের পাড়াগাঁও এলাকার মোতাবর হোসেনের ছেলে আব্দুস সাত্তার (২২), খাদুন এলাকার ফজলুল হকের ছেলে খোরশেদ আলম (২১), তাদির ইসলামের ছেলে ইব্রাহিম (২৫), আতাবর রহমানের ছেলে মাহবুব হোসেন (৩৫), তারাব এলাকার আলেব শেখের ছেলে সিরাজ (৩২), মোগড়াকুল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মোতালিব (৪৮), আব্দুর রশিদের ছেলে সুমন (৩০)।'

এর আগে, সকালে গাজী টায়ার্সের কারখানায় লুটপাটকারীদের ধরতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এসময় হাতেনাতে ধরা হয় তাদের। 

জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, কারখানার ভেতর লুটপাটকারীদের ধরতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সাতজন ব্যক্তিকে দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৬ ধারায় ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেলহাজতে প্রেরণের জন্য পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। কারখানার ভেতরে লুট ঠেকাতে এই ধরনের অভিযান চলমান থাকবে।