ফতুল্লার মধ্য সস্তাপুরে ব্যবসায়ী শাহাজাহানের বাড়িতে বিএনপির নামধারী সন্ত্রাসী শাহীন বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।
আহতদের চিকিৎসা দেওয়ার জন্য খানপুর ৩শ’ শষ্যা হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাড়ে আটটার সময় এ ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানাগেছে, ফতুল্লা থানার মধ্য সস্তাপুর এলাকায় শাহীনের নেতৃত্বে শান্ত, হিমেল, কাশেম, বসির নাসিরসহ ২০/৩০ জন সন্ত্রাসী বাহিনী ব্যবসায়ী হাজী শাহজাহান সাহেবের বাড়ীতে হামলা চালায়।
হামলাকারীদের দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে এসময় শোহরাবের ছেলে সাদ্দাম একই এলাকার বকুল মিয়ার ছেলে ঈমন গুরুতর আহত হয়। বিএনপির নেতা শাহীনের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী এ হামলা চালিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
তবে শাহিন জানান, আওয়ামীলীগ নেতা মজিবুরের বাড়িতে নারী নির্যাতন বিষয়ে একটি বিচার শালিশে বসি। তখন অতর্কিত ভাবে মজিবুর তার ভাই শাহজাহান, জুয়েল তাদের ভাতিজা ছাত্রলীগ নেতা হিমেলসহ অন্তত ২০/৩০জন আমাকে আটকিয়ে মারধর করতে থাকে।
তখন এলাকাবাসীর সহযোগিতা চাইলে তারা আমাকে উদ্ধার করে। এরপর থানায় ফোন করলে পুলিশ আসে। তখন পুলিশ দেখে তারা পালিয়ে যায়।
এবিষয়ে ফতুল্লা থানার ওসি নুরে আজম মিয়া বলেন পুলিশ ঘটনা স্হলে পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।