নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

বন্দরে শক্তি ফাউন্ডেশনে ধর্ষণে অন্তঃস্বত্তা নারী গ্রাহক, ধামাচাপার চেষ্টা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৪, ৪ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে শক্তি ফাউন্ডেশনে ধর্ষণে অন্তঃস্বত্তা নারী গ্রাহক, ধামাচাপার চেষ্টা

অভিযুক্ত সাইফুল ইসলাম

বন্দর থানা নবীগঞ্জ কবরস্থান সংলগ্ন শক্তি ফাউন্ডেশনের নবীগঞ্জ শাখায় এক প্রবাসীর স্ত্রীকে দুইলাখ টাকা ঋন দেয়ার প্রলোভনে প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম ধর্ষণ করলে ওই নারী অন্তঃস্বত্তা হয়ে পড়ে। পরে ওই নারীর গর্ভের সন্তান ঔষধ দিয়ে অপারেশন করার জন্য বলেন, নয়তো প্রানে মেরে ফেলার হুমকি প্রদান কওে সাইফুল।

এতেও অভিযুক্ত ধর্ষক ক্ষ্যান্ত হননি। শিপন নামে স্থানীয় এক নেতাকে দিয়ে একলাখ টাকার বিনিময়ে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগী বন্দও থানায় একটি অভিযোগ দায়ের করেন।  

অভিযোগ সূত্রে জানা যায় যে গত ৭/৮ মাস আগে ভুক্তভোগী ওই গ্রাহক শক্তি ফাউন্ডেশন নবীগঞ্জ শাখায় লোন তোলার জন্য আবেদন করলে, আবেদন ফর্রম জমা রেখে দেন। গত আগষ্ট  মাসের দশ তারিখে তাকে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে অফিসে নিয়ে একাধিকবার ধর্ষণ করে প্রজেক্ট অফিসার সাইফুল। 

অভিযোগে আরও উল্লেখ করেন, সাইফুল ইসলাম আমাকে জোর করে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে রেখেছেন আমার গর্ভে সন্তান আসলে আমাকে ঔষধ দিয়ে অপারেশন করার জন্য বলেন, নয়তো প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে শিপন নামে স্থানীয় এক নেতা তার লোকজন নিয়ে একলাখ টাকার বিনিময়ে ধর্ষণ মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান।

এদিকে এ ঘটনা শুনে ভুক্তভোগীর স্বামী প্রবাস থেকে দেশে এসে ধর্ষক সাইফুলের উপযুক্ত শাস্তি দাবি জানিয়ে বলেন, আমার স্ত্রীকে আমি ভালো করে চিনি তাকে লোভে ফেলে দিসে। আমার তিনটা সন্তান আছে, বড় সন্তান অষ্টম শ্রেণীতে পড়েন। তবে অভাবের সংসার থাকায় বিদেশে যাওয়া আর এই সুযোগ কাজে লাগিয়েছে সাইফুল। আমি এই শক্তি ফাউন্ডেশন নামে এনজিও কর্মকর্তা সাইফুলের উপযুক্ত  বিচার চাই।

এবিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত  অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি আমার জানা নেই বলে ফোন কলটি রেখে দেন।