নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

বন্দরে অবৈধ ড্রেজারের পানিতে দুইশত কৃষকের জমি নিমজ্জিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৬, ৩ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে অবৈধ ড্রেজারের পানিতে দুইশত কৃষকের জমি নিমজ্জিত

বন্দরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারনে দুইশত কৃষকের কৃষি জমি পানিতে তলিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ।   

মামলা ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, ধামগড় ইউনিয়ন পরিষদের  মনারবাড়ি রানীজি বিলে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন করছে এস এফ এ্যাপারেস লিমিটেডে সত্বাধিকারী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গোলশান-১ এর  ১৪/৩০১ রোজ ভিলা এলাকার মোকলেছুর রহমান সিকদারের ছেলে মোঃ গোলাম মোস্তফা। 

এ ঘটনায় এলাকার কৃষকের পক্ষ থেকে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ী এলাকার বাসিন্দা ও সাবেক মেম্বার  আমজাদ হোসেন  বাদী হয়ে নারায়গঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেন। মামলা নাং ৫৯৪ তারিখ ২৮-০৮-২৪ইং। 

আদালতের দেয়া নালিশা ভূমিতে শান্তি শৃঙ্খলা বাজায় রাখতে আগামী ১৪ অক্টোবর বাদী ও বিবাদি উভয় পক্ষের প্রতিবেদন দাখিল করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বলা হলেও তা মানছে না। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড্রেজার বন্ধ করে দেয়ার পরও অবাধে ড্রেজারে বালু উত্তোলন করছে। ফলে এলাকার কৃষকের জমি পানিতে তলিয়ে যাচ্ছে। 

অবৈধ ড্রেজারে বালু উত্তোলনকারী সিন্ডিকেট বাহিনী আদালত ও থানা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি পানি নিষ্কাশন নালাসহ ভরাট করছে। যার কারনে বর্ষা মৌসুমে বৃষ্টি ও জোয়ারের পানি আটকে যাবে। ফলে এলাকার কৃষকের মাথায় হাত। কারন বালুর পানিতে আশেপাশের জমি সহ পুরো এলাকা পরিপূর্ণ হয়ে গেছে। 

তাতে ফসলি জমির সকল নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় প্রশাসন গুরুত্বপূর্ণ সহকারে কোম্পানির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে দুইশত কৃষক পরিবারের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এমনকি কৃষকের পরিবার সহ এলাকাবাসী মানববন্ধন করবে বলে জানায়।
 

সম্পর্কিত বিষয়: