নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে দাবিকৃত চাঁদা না দেয়ায় কুপিয়ে ও পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫১, ২ সেপ্টেম্বর ২০২৪

সোনারগাঁয়ে দাবিকৃত চাঁদা না দেয়ায় কুপিয়ে ও পিটিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবিকৃত চাঁদা না দেয়ায় এক তরকারী ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা। রোববার বিকেলে উপজেলার বারদী ষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ওই তরকারী ব্যবসায়ীর দোকান ভাংচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

আহত কাঁচা তরকারী ব্যবসায়ী মো. শাওন (২২) কে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনা আহত তরকারী ব্যবসায়ীর বড় ভাই সোহেল রানা বাদী হয়ে গতকাল সোমবার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের নাগপাড়া গ্রামের মো. শহিদুল্লাহের ছেলে মো. শাওন বারদী ষ্ট্যান্ড এলাকায় আল মদিনা মার্কেটের সামনে কাঁচা তরকারীর দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে। গত কয়েকদিন যাবত একই ইউনিয়নের সেনপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে শাহীন, সিফাতসহ ৮/১০ জনের একটি দল শাওনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল।

শাওন চাঁদা না দিলে দোকানদারী করতে দেওয়া হবে না বলে নানা ভয়ভীতিসহ হুমকি দেয়। গত শনিবার বিকেলে শাহীন ও সিফাতের নেতৃত্বে আনার হোসেন, হযরত আলী, শাওন, আমান, সাগর, জামালসহ অজ্ঞাত নামা আরো ৩/৪ জন রামদা, চাপাতি, ছুরি চাকু, লোহার রডসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বারদী ষ্ট্যান্ড এলাকায় আল মদিনা মার্কেটের সামনে এসে তরকারী ব্যবসায়ী শাওনের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এসময় শাওন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা শাওনের ওপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বকভাবে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা শাওনের তরকারীর দোকান ভাংচুর করে ক্যাশবাক্স থেকে নগদ সাড়ে ১৪ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত শাওনের বড় ভাই বাদী সোহেল রানা জানান, সেনপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে শাহীন ও সিফাত এতদিন জাতীয় পার্টি করতো। আগে তারা ও তাদের বাপ চাচারা বিএনপি করতো। এখন গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকার পতনের পর তারা এলাকায় বেপরোয়া হয়ে ওঠে। এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজী ও দখলবাজী করে। আমার ভাইয়ের কাছ থেকে তারা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় শাহীন ও সিফাত নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ছোট ভাইকে হত্যার চেষ্টা করে কুপিয়ে পিটিয়ে আহত করে।

অভিযুক্ত শাহীন জানান, এ ব্যাপারে আমরা কেউ জড়িত না। তারা আমাদের ওপর মিথ্যা অপবাদ দিচ্ছে। আমরা  কোন চাঁদাবাজী করি না। পুরো ঘটনাই মিথ্যা ও সাজানো।  

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. মহসিন জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।