নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মেম্বার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৪, ২ সেপ্টেম্বর ২০২৪

মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মেম্বার 

বন্দর উপজেলা মদনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মতিন মেম্বার। এর পূর্বে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক নিয়ে একতরফা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন এম এ সালাম। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবীতে আওয়ামীলীগ সরকারের পতন ঘটে। 

এর পরিপ্রেক্ষিতে ছাত্র ও প্রশাসনের ভয়ে এম এ সালাম চেয়ারম্যান ঘা ডাকা দেয। ফলে দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন পরিষদে অনুপস্থিতি থাকার কারনে পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পরে। যার দরুন নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এক স্বাক্ষরিত আদেশে স্থানীয় সরকার (ইউনিয়ন) আইন,২০০৯ এর ৩৩(২)ধারা মোতাবেক মদনপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান -১ আঃ মতিনকে ২৯-০৮-২৪ইং তারিখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করে। 

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ মতিন মদনপুর ইউনিয়ন সকলের দোয়াও সহযোগিতা কামনা করে বলেন, আজ থেকে আমার উপর অর্পিত গুরু দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাব। আমি মদনপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড থেকে পরপর দুইবার বিপুল ভোটে নির্বাচিত। দুইবারেই প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। তাই দায়িত্ব পালনে কখনো কাউকে দূর্নীতি কিংবা স্বজনপ্রীতির আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না।