নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

বন্দরে ইয়াবাসহ শফিকুল গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:০৯, ১ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে ইয়াবাসহ শফিকুল গ্রেপ্তার 

রাতের আধারে ইয়াবা বিক্রি করার সময়  ৫২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দরে শফিকুল করিম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তারকৃত মাদক কারবারি শফিকুল করিম বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত ফজল করিমের ছেলে।

গ্রেপ্তারকৃতকে রোববার (১ সেপ্টম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (৩১ আগস্ট) রাত পৌনে ১১টায় বন্দর থানার সোনাকান্দা নৌ- বাহিনী ডকইয়াডের সামনে থেকে  তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ- পরিদর্শক মোঃ শওকত আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২(৯)২৪।

এলাকাবাসী জানিয়েছে, আইন প্রোয়াগকারি সংস্থার কার্যক্রম সিথিল থাকার কারনে বন্দরে সোনাকান্দা এনায়েতনগরের  মাদক ব্যবসায়ী শফিকুল করিমের মাদক ব্যবসা জমে উঠে। মাদক ব্যবসায়ীদের উৎপাতে চরম ভাবে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী।
 

সম্পর্কিত বিষয়: