নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

ফতুল্লার সেই ওসি তদন্ত বহাল তবিয়তে!

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৪২, ২৯ আগস্ট ২০২৪

ফতুল্লার সেই ওসি তদন্ত বহাল তবিয়তে!

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করেও ফতুল্লা মডেল থানায় বহাল তবিয়তে রয়েছে থানার পরিদর্শক (তদন্ত) তছলিম আহমেদ। বিগত দিনগুলোতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপর স্টিমরোলার চালিয়েছেন এমন অভিযোগ বিএনপির নেতাকর্মীসহ ভুক্তভোগীদের। এতো অপকর্ম করেও পরিদর্শক তছলিম ফতুল্লা থানায় অবস্থান করায় বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ বাড়ছে। এ ব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী মহল।

 

সূত্র জানায়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে মারমুখী ভূমিকায় ছিলেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক তছলিম আহমেদ। আন্দোলনরত ছাত্র-জনতার উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে। ভূইঁগড়,সাইনবোর্ড,জালকুড়ি এলাকায় অবস্থান নিয়ে গুলিবর্ষণ করে। এ নিয়ে আন্দোলনকারীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। 

 

ভুক্তভোগীদের অভিযোগ, ফতুল্লা মডেল থানার পরিদর্শক(তদন্ত) তছলিম আহমেদ,পরিদর্শক(অপারেশন) কাজী মাসুদ রানা ফতুল্লা থানায় যোগদানের পর থেকে বিভিন্ন বিতর্কীত কর্মকান্ডে জড়িয়ে পরেছে। ৫ আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর বিতর্কীত পুলিশ অফিসারদের অন্যত্র বদলি করা হলেও বিতর্কীত অফিসার তছলিম আহমেদ এখনো বহাল থাকায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এ ব্যাপরে পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী মহল। 

সম্পর্কিত বিষয়: