নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

বন্যার্তদের ত্রাণ ফান্ডে বন্দর থানা বিএনপির অর্থ প্রদান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৬, ২৯ আগস্ট ২০২৪

বন্যার্তদের ত্রাণ ফান্ডে বন্দর থানা বিএনপির অর্থ প্রদান

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্যের জন্য কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ফান্ডে অর্থ প্রদান করেছেন বন্দর থানা বিএনপি।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকালে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটি সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সদস্য সচিব ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের নিকট ব্যক্তিগত ৫০ হাজার টাকা তুলে দেন বন্দর থানা বিএনপি সভাপতি ও নাসিক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবদল সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী ও বিএনপি নেতাু নজরুল ইসলাম, রকিব প্রমুখ। এ সময় শাহেনশাহ আহম্মেদকে সাধুবাদ জানান কেন্দ্রীয় বিএনপি নেতারা।

 বন্দর থানা বিএনপি সভাপতি ও নাসিক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ জানান, কেন্দ্রীয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে বন্যার্তদের সাহায্যে ত্রাণ সংগ্রহ কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। বন্যার কারণে দলের প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর থেকে যে ছয়দিনের বড় কর্মসূচি নেয়া হয়েছিল। দলের সিদ্ধান্তে কর্মসূচি একেবারে কমিয়ে আনার হচ্ছে। ফলে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থ আমরা দলের ত্রাণ তহবিলে বন্দর থানা বিএনপি পক্ষ থেকে নগদ অর্থ প্রদাণ করলাম। ইতোমধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো থেকে দুর্গত মানুষের কাছে যাচ্ছে।

২৪ আগষ্ট বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটি গঠনের পর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই ত্রাণ সংগ্রহ কেন্দ্র খোলা হয়। দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে আহ্বায়ক এবং যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে সদস্য সচিব করে আট সদস্যের এই ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করে বিএনপি।

জানা গেছে, আনুষ্ঠানিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ত্রাণ সংগ্রহ কেন্দ্র খোলা থাকলেও সেখানে ২৪ ঘণ্টাই মানুষ অনুদান দিচ্ছেন। সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে ২৫-৩০ লাখ টাকা পর্যন্ত নগদ অথবা অনুদানের চেক দেওয়া হচ্ছে। সংগৃহীত অর্থে এরই মধ্যে চার দফায় প্রায় দুই কোটি নগদ টাকা এবং বিভিন্ন ত্রাণসামগ্রী বন্যাকবলিত এলাকার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। গতকাল বুধবারও চার ট্রাকভর্তি ত্রাণসামগ্রী বন্যার্তদের জন্য পাঠানো হয়েছে।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর থেকে যে ছয়দিনের বড় কর্মসূচি নেয়া হয়েছিল স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে, প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি একেবারে কমিয়ে আনার। সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থ আমরা আমাদের দলের ত্রাণ তহবিলে দিয়ে দেবো। সেখান থেকে তা দুর্গত মানুষের কাছে যাবে। দেশের পূর্বাঞ্চলে জেলাসমূহে বন্যায় দুর্গত মানুষের পাশে বিএনপি ত্রাণ সামগ্রী নিয়ে কাজ করছে বলে জানান বিএনপি মহাসচিব।