নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় হত্যা মামলায় শেখ হাসিনা, শামীম ও পলাশসহ আসামি ৩৪০

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৪, ২৮ আগস্ট ২০২৪

ফতুল্লায় হত্যা মামলায় শেখ হাসিনা, শামীম ও পলাশসহ আসামি ৩৪০

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন গুলিবিদ্ধ হয়ে নিহত ইয়াসিনের (১৮) ভাই মোঃ শীপন।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন - সাবোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু, রফিক ওরফে আন্ডা রফিক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই ফতুল্লার দেলপাড়া এস বি গার্মেন্টসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আসামিরা ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

এসময় ককটেল বিস্ফোরণসহ আন্দোলকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এসময় অয়ন ওসমানের ছোড়া গুলিতে মোঃ ইয়াসিন মিয়া (১৮) বুকে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।