বন্দর ইউনিয়নের ৮ নং ওর্য়াডে চলছে অবৈধ গ্যাস সংযোগ হিড়িক। দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনের তৎপরতা কম আবার স্থানীয় চেয়ারম্যানের সাময়িক সমস্যাকে পুঁজি করে চলছে এ অবৈধ গ্যাস সংযোগ।
গত রোববার (২৫ আগস্ট) দিবাগত রাতে মেইন সড়ক বুড়িং করে প্রায় ২ শ' ফুট গ্যাসের পাইপ স্থাপন করেছে কুশিয়ারা স্কুল সংলগ্ন জজ মিয়ার ছেলে আলিনূর একই এলাকার দেলোয়ারের ছেলে হানিফ, তাজ মোহাম্মদের ছেলে সামছুুল ও জাহাঙ্গীররা সিন্ডিকেট করে ১০/১২ দিন যাবত প্রতি রাতেই দিচ্ছে অবৈধ গ্যাস সংযোগ। কেউ প্রতিবাদ করলে নানাভাবে হুমকি দেয় আলিনুরসহ তার সাঙ্গপাঙ্গরা। এমন অভিযোগ এলাকাবাসীর।
এ বিষয়ে ৮ নং ওর্য়াড মেম্বার আব্দুস সালামকে ফোন দিলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসেন। গ্যাস সংযোগ বিষয়ে তিনি কোন কিছু জানে না বলে জানান।