নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

বন্দরে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:২৩, ২৫ আগস্ট ২০২৪

বন্দরে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে  

আওয়ামীলীগ সরকার পতনের পরও আওয়ামীলীগের ক্যাডারের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও অপহরণ করে মুক্তিপন আদায়ে মেতে উঠার  অভিযোগ পাওয়া গেছে।

 শনিবার (২৪ আগস্ট) দুপুরে মদনপুর বাস স্ট্যান্ডস্থ ফুটওভার ব্রীজের নিচে যুবলীগ নেতা মওদুদের নেতৃত্বে আবুল হোসেন নামে এক যুবককে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে মুক্তিপন আদায়ের অভিযোগ উঠে।  এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, চাঁদপুরের মতলবের বেলতলি এলাকার প্রবাস ফেরত আবুল হোসেন তার আত্বিয়ের বাড়ি বন্দরের মদনপুর দেওয়ানবাগ কলাবাগে বেড়াতে আসেন।

তিনি মদনপুর বাস স্ট্যান্ডে এসে ফুটওভার ব্রীজের নিচে চা পান করার সময় মদনপুর নেহাল সরদারেরবাগ এলাকার শাহজান মিয়ার ছেলে যুবলীগ নেতা মওদুদের নেতৃত্বে তার ভাই কবির, একই এলাকার আইজুদ্দিন মিয়ার ছেলে মফিজুল, গোলজার শিয়ার ছেলে সোহাগ মিলে আবুল হোসেনকে পিস্তল ঠেকিয়ে দিনে দুরে সিএনজিতে তুলে অপহরণ করে নেহাল সরদারেরবাগ মফিজুলের বাড়িতে নিয়ে ২ তলার একটি রুমে আটক করে মারধর করে তার কাছে থাকা প্রায় ৭ হাজার টাকা, মোবাইল, গলার চেইন ও দুটি আংটি ছিনিয়ে নেয়। 

পরে তাকে বিবস্ত্র করে একটি নারীকে সামনে এনে মোবাইল ছবি তুলে। পরে তাকে দিয়ে তার বাড়িতে ফোন করিয়ে আরো ২০ হাজার টাকা মুক্তিপন হিসাবে বিকাশে আনায়। বিকাশ নাম্বার হলো ০১৯২৭৬৩১২৯৪। টাকা পাওয়ার পর বিকাল ৫টায় তাকে চোখ বেধে নাজিম উদ্দিন ভূঁইয়া কলেজের সামনে ছেড়ে দেয়। পরে তিনি স্ট্যান্ডের প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে অপহরনকারীদের নাম ঠিকানা সংগ্রহ করে থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছে।