নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

ফকির গার্মেন্টসের ঝুট নিতে বিএনপি নেতা আলমগীরের মহড়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১২:৫৭, ২৫ আগস্ট ২০২৪

ফকির গার্মেন্টসের ঝুট নিতে বিএনপি নেতা আলমগীরের মহড়া

ফতুল্লা শিল্পনগরী বিসিকের ফকির গ্রুপের গার্মেন্টসের ঝুট সেক্টর নিয়ন্ত্রণ নিতে দলীয়  প্রভাব খাটিয়ে মহড়া অভিযোগ উঠেছে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি এড. মাহমুদুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে। 

রবিবার ( ২৫ আগস্ট ) সকাল সাড়ে আটটার দলীয় নেতা কর্মীদের নিয়ে গিয়ে ফকির গার্মেন্টসের কারখানার ভিতরে প্রবেশ করেন বিএনপি নেতা আলমগীর।

ফকির গ্রুপের ঝুট থেকে শুরু করে সকল মালামাল তাদেরকে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে হুমকি- ধামকি দিয়েছে বলে জানা গেছে। 

এসময়ে তার সঙ্গে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান প্রধান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসু প্রধান, জেলা মহিলাদল নেত্রী  রোজিনা মেম্বারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

তবে বিষয়টি অস্বীকার করে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি এড মাহমুদুল হক আলমগীর বলেন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মো. হাতেম সাহেবের সাথে আমরা কথা বলতে গিয়েছি যে ফকির গার্মেন্টসের মালামাল গুলো আমাদের দেওয়ার জন্য। কারন ফকির হাতেম সাহেবের কথা ছাড়া কাউকে মালামাল দিবে না।

আর মালামাল নিতে হলে টেন্ডার ছাড়া নেওয়া যায় না। আজকে আমরা এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাতেম সাহেবের সাথে বসে কথা বলতে গিয়েছি। 

তাহলে আপনি দলীয় লোকজন নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে ফকির গার্মেন্টসের সামনে মহড়া দিয়ে কারখানার ভিতরে প্রবেশ করেছেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কারখানার ভিতরে যাই নাই।

আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর হাতেম সাহেবের সাথে দেখা করতে গেলে এই রাস্তা দিয়েই যেতে হয়।