বন্দরে বেপরোয়া ক্রাউন সিমেন্টের ট্রাক চাপায় চাঁদনী (১৮) নামে এক অটোরিক্সার যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত যুবতী চাঁদনী ফতুল্লা থানার পাইকপাড়া ফরাজিকান্দা এলাকার মোমেন মিয়ার মেয়ে।
স্থানীয়রা আহতকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ হাজী দেলোয়ার হোসেন প্রধান ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় উত্তেজিত জনতা দূর্ঘটনা কবলিত স্থান থেকে ক্রাউন সিমেন্ট কোম্পানির ঘাতক ট্রাক চালককে আটক করে বন্দর থানা পুলিশে সোর্পদ করে। আটককৃত চালক ফরহাদ সুদূর ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মানিকা এলাকার সিদ্দিক গাজী মিয়ার ছেলে।
প্রত্যক্ষদৃর্শীরা জানান, শনিবার দুপুরে ঢাকা মেট্রো ১১-৩৯৩১ নাম্বারের ক্রাউন সিমেন্ট কোম্পানি ট্রাক চালক বেপরোয়া ভাবে ট্রাক চালিয়ে যাওয়ার সময় একটি অটোরিক্সাকে আচমকা চাপা দিলে ঘটনাস্থলে অটোরিক্সার যাত্রী চাঁদনী মারাত্মক ভাবে জখম হয়। পরে তাকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করার নির্দেশ দেন।
বন্দর থানার ডিউটি অফিসার এসআই ফয়েজ জানান, আটককৃত ট্রাক চালক থানা হাজতে আটক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।