নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের খাবার দিলেন সোনারগাঁ রয়েল রিসোর্ট 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০০, ১৯ আগস্ট ২০২৪

ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের খাবার দিলেন সোনারগাঁ রয়েল রিসোর্ট 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সফল শিক্ষার্থীরা সড়কে যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছে। সড়ক, মহাসড়কে যানবাবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ না থাকায় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহফুজ এর দিকনির্দেশনায় বিভিন্ন শিক্ষার্থীরা ট্রাফিকের কাজটি করে যাচ্ছেন। আর শিক্ষার্থীদের এ কাজে সহায়তা করতে শিক্ষার্থীদের পাশে এসে দাড়িয়েছে সোনারগাঁ রয়েল রিসোর্ট।

সোমবার (১৯আগষ্ট) দুপুরে সোনারগাঁয়ের প্রানকেন্দ্র মোগড়াপাড়া চৌরাস্তা  এলাকায় সোনারগাঁ রয়েল রিসোর্ট এ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার খাওয়ানের উদ্যোগ সোনারগাঁ রয়েল রিসোর্ট দুপুরের খাবার খাওয়ানো হয়।

এসময় সোনারগাঁ রয়েল রিসোর্ট এর ম্যানেজার খাইরুল কবির লাল বলেন, অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব গ্রহনের পূর্ব থেকেই শিক্ষার্থীরা পথ-পরিষ্কার ও ট্রাফিকের কাজ শুরু করেন, আমি বিশ্বাস করি আমাদের এই মেধাবী শিক্ষার্থীরা আর বৈষম্যের শিকার হবে না। তারা তাদের মেধা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নেবে। আমি বৈষম্যহীন ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকা সকল শিক্ষার্থীদের মন থেকে দোয়া এবং সাধুবাদ জানাচ্ছি।

সোনারগাঁয়ের সর্বসাধারণ মানুষ তাদের কাজে খুশি হয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ কে ধন্যবাদ জানায়।