নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

আওয়ামী সমর্থিত পৌর মেয়রকে সাথে নিয়ে  বিএনপি নেতাদের এলাকায় মহড়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৩, ১৯ আগস্ট ২০২৪

আওয়ামী সমর্থিত পৌর মেয়রকে সাথে নিয়ে  বিএনপি নেতাদের এলাকায় মহড়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভায় আওয়ামীলীগ সমর্থিত মেয়র দেওয়ান আবুল বাশার বাদশাকে শেল্টার দিয়ে সাথে নিয়ে মিছিল করেছে স্থানীয়  বিএনপির  নেতাকর্মীরা। পরে তাকে পৌরসভার মেয়রের চেয়ারে বসিয়ে উল্লাস করতে  দেখা যায়। সোমবার (১৯ আগষ্ট) ১২টার দিকে স্থানীয় বিএনপির উদ্যোগে কাঞ্চন পৌরসভায় এ ঘটনা ঘটে।

জানাযায়,  সারাদেশের মেয়রদের স্বস্ব পদ থেকে অব্যাহতি দেয় বর্তমান অন্তবর্তি কালীন সরকার।  এরই ধারাবাহিকতায় কাঞ্চন পৌরসভার মেয়রের দায়িত্ব থেকে অব্যাহতি পান। কিন্তু  সরকারি নির্দেশনা উপেক্ষো করে কয়েকজন বিএনপি নেতাকর্মী মিলে দেওয়ান আবুল বাশার বাদশাকে কাঞ্চন পৌরসভায় মেয়রের চেয়ারে বসান বলে অভিযোগ করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান,  কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান ও কাঞ্চন পৌর যুবদলের সদস্য সচিব কোহিনুরসহ বিএনপি নেতারা মিলে দেওয়ান আবুল বাশার বাদশাকে শেল্টার দিয়ে কাঞ্চন বাজারে মহড়া দেয়। পরে তাকে পৌরসভার মেয়রের চেয়ারে বসিয়ে উল্লাস করতে  দেখা যায়। 

খোঁজ নিয়ে জানাযায়, এর আগে আওয়ামীলীগের প্রচারণায় অংশ নেওয়ায় দেওয়ান আবুল বাশার বাদশাকে কাঞ্চন পৌর বিএনপির সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। পরে দেওয়ান আবুল বাশার বাদশা আওয়ামীলীগে যোগ দেন।

পরে চলতি বছরের ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী দেওয়ান আবুল বাশার মেয়র পদে বিজয়ী হন। গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দেওয়ান আবুল বাশার বাদশা পলাতক ছিল।

এবিষয়ে  আবুল বাসার বাদশার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,  আমি জনপ্রতিনিধি  মানুষ  আমার সাথে  যেতেই পারে।