নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

শীতলক্ষ্যায় ওয়াকওয়ের নিচ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:৪৬, ১৮ আগস্ট ২০২৪

শীতলক্ষ্যায় ওয়াকওয়ের নিচ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে নির্মাণাধীন ওয়াকওয়ের নীচ থেকে মো: দেলোয়ার হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৮ আগষ্ট) বিকেলে সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের সাধুর ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায় কাঁচপুর নৌ-পুলিশ। 

নিহত মো. দেলোয়ার হোসেন নীলফামারী জেলার ডিমলা থানার ডালিয়া এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে। লাশ উদ্ধারের পর তার পকেট থেকে পাওয়া ড্রাইভিং লাইসেন্স দেখে পুলিশ ধারণা করছে পেশায় তিনি পরিবহন চালক ছিলেন। 

এ বিষয়ে কাঁচপুর নৌ পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হালিম বলেন, রবিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সাধুর ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে নির্মাণাধীন ওয়াকওয়েতে যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে ঘটনাস্থলে যাই।

পরে লাশটি উদ্ধার করলে তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে নাম পরিচয় জানতে পারি। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে। 

নৌ পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমরা নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।