নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনদুপুরে অসহায় এক দিনমজুরের বসতবাড়িতে আগুন ও লুটপাটের অভিযোগ উঠেছে ভূমিদস্যু খ্যাত আশরাফ হোসেন (৪২) এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ইয়াসমিন (২৮) শুক্রবার সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ভূমিদস্যু খ্যাত আশরাফ হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকার মৃত শামসুদ্দিন এর ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, স্থানীয় মোবাইল কোম্পানি অনিরা ইন্টারন্যাশনালের পাশে অসহায় দিনমজুর কাউসার ও তার স্ত্রী এবং দুই সন্তানসহ বসবাস করে আসছিলেন। কিন্তু ওই কোম্পানির মালিক ভূমিদস্যু খ্যাত আশরাফ হোসেন বহুদিন ধরেই তাদের মাথাগোঁজার একমাত্র ভিটেটুকু দখল করার জন্য নানা ভাবে তাদের হুমকি দিয়ে আসছেন।
এরই ধারাবাহিকতায় গত ৫ই আগষ্ট সরকার পতনের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে পুঁজি করে গত ৮ ই আগষ্ট সন্ধ্যায় অভিযুক্ত ভূমিদস্যু আশরাফের নেতৃত্বে একই এলাকার মোতালেব, মেহেদী, নুরইম, আলমগীর, কাশেম, আকবর, বাহাদুরসহ অজ্ঞাত ১৫/২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ি ছেঁড়ে অনত্র চলে যেতে হুমকি প্রদান করে।
এমতাবস্থায় দিনমজুরের পরিবার তার ২ সন্তান নিয়ে অনত্র চলে যাওয়ার অস্বীকৃতি করলে ঐ সন্তাসীরা দেশীয় অস্ত্র দিয়ে দিন মজুর কাউসারকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে হত্যা চেষ্টা করে। এবং তার স্ত্রীকে শীলতাহানী করে দুই সন্তানকে বাড়ি থেকে বের করে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় ।
এতে কিস্তিতে উঠানো গাড়ি কেনার ১ লাখ টাকা, ১টি ফ্রিজ, ১টি টিভি, ২ টি খাটসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুঁড়িয়ে ছাঁই করে ফেলে।যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান ৫ লাখ টাকা। পরে ভুক্তভোগীর ডাক-চিৎকারে এলাকাবাসীর এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়।
ভুক্তভোগী ইয়াসমিন জানান, বহুদিন যাবত ভূমিদস্যু আশরাফ হোসেন তাদের মাথাগোঁজার একমাত্র ভিটেটুকু তার কোম্পানিকে দেয়ার জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন কিন্তু তিনি এবং তার স্বামী ২ সন্তান নিয়ে কোথায় থাকবে এমন প্রশ্ন করে বাড়ি ছেঁড়ে যেতে অস্বীকৃতি করলে গত ৮ আগষ্ট বৃহস্পতিবার তার শ্বশুরকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মেরে তার সন্তানদের বের করে তাদের বাড়িতে পেট্রোল দিয়ে পুরো বাড়ি পুড়িয়ে দেয়।
কিন্তু দেশের অস্থিতিশীল অবস্থায় পুলিশের কর্মবিরতি থাকায় প্রাননাশের ভয়ে আত্মগোপনে ছিলেন তারা। বর্তমানে থানার কার্যক্রম চালু হওয়া সোনারগাঁ থানায় ভূমিদস্যু আশরাফ হোসেনসহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
দিনমজুর কাউসার জানান, দীর্ঘদিন যাবত ২ সন্তান নিয়ে বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু অনিরা ইন্টারন্যাশনাল'র মালিক আশরাফ তার কোম্পানির জন্য তার জায়গাটি লাগবে বলে জানান। কিন্তু একমাত্র আশ্রয়স্থলটি ছাড়তে অস্বীকৃতি করলে তার বাবা স্থানীয় সন্ত্রাসীর মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে হত্যা চেষ্টা করে। এবং তার বসত বাড়ি পুড়িয়ে ছাঁই করে দেন।
এ ঘটনায় অভিযুক্ত আশরাফ হোসেনকে মুঠোফোনে একাধিকবার ফোন করলেও ফোন রিসিভ করেননি।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) হাসিব জানান, বাড়ি পুড়িয়ে ছাঁই ও লুটপাটের ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।