নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫৮, ১৬ আগস্ট ২০২৪

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে মো. আরিফ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার বিকেলে সিআইখোলা এলাকায় লেকে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। এরআগে বৃহস্পতিবার রাত থেকে আরিফ নিখোঁজ ছিলো। স্বজনদের দাবি তাকে হত্যা করে ডিএনডি খালে ফেলে দেয়া হয়েছে। 

সে কুমিল্লা জেলার হোমনা থানার গোয়ারী ভাঙ্গা এলাকার মো. হোসেন আলীর ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার রজ্জব আলীর বাড়িতে ভাড়া থাকতেন। 

নিহত আরিফের মামা বাবুল মিয়া বলেন, আরিফ সঙ্গে সর্বশেষ গতকাল রাতে কথা হয়েছিল। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। রাতেও বাসায় ফেরেনি আরিফ। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেলে দুশ্চিন্তায় পড়ে যাই। পরে আজ বিকেলে এলাকাবাসীর মাধ্যমে শুনতে পাই লেকে একটি মরদেহ ভাসতে দেখা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি এটা আমার ভাগনের মরদেহ।

বাবুল মিয়া বলেন, আরিফের সঙ্গে তাঁর স্ত্রীর মনোমালিন্য চলছিল। পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করতে চাইলেও পানিতে ডুবে সে কখনোই আত্মহত্যা করবে না। কারণ সে সাঁতার জানত। আমার ধারণা তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে এসেছি।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর বলেন, প্রাথমিকভাবে তাঁর পিঠে, পাঁজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।