শীতলক্ষ্যা নদী থেকে (২৭) বছরের এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় সোনারগাঁ থানার দড়িগাও এলাকা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে র্মগে প্রেরণ করা হয়।
এলাকাবাসী তথ্য সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী শীতলক্ষ্যা নদীতে গোসল করার সময় অজ্ঞাত লাশ দেখতে পেয়ে জরুরী সেবা ৯৯৯এ সংবাদ প্রদান করে। পরে নৌ- পুলিশ এসে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করে।
এ ব্যাপারে কলাগাছিয়া নৌ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরির্দশক হাবিবুল্লাহ গনমাধ্যমকে জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার সময় জরুরি সেবা ৯৯৯এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য র্মগে প্রেরণ করি।
লাশের গায়ে ছিল জিন্সের কালো প্যান্ট ও সাদা সেন্টু গেঞ্জি। সে সাথে তার প্যান্টের পকেট থেকে ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশের নাম পরিচয় পাওয়া যায়নি। নাম পরিচয় জানার চেষ্টা অব্যহত রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি চলছে।