নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনার ফাঁসির দাবিতে ফতুল্লা বিএনপির বিক্ষোভ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৪, ১৫ আগস্ট ২০২৪

শেখ হাসিনার ফাঁসির দাবিতে ফতুল্লা বিএনপির বিক্ষোভ 

শেখ হাসিনার ফাঁসির দাািবতে ফতুল্লা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফতুল্লা ডিআইটি মাঠ থেকে এই বিক্ষোভ শুরু হয়।

এসময় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, খুনি শেখ হাসিনাকে এ দেশে এনে বিচারের মাধ্যমে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে। তিনি বলেন, কোন ভাই, কোন নেতা কি বল্ল তা দেখার সময় নেই,  যারা রাজপথে থেকেছে, আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায় করা হবে।

থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী বলেন, এদের বাতাসে লাশের গন্ধ ভেসে বেড়াচ্ছে। খুনি হাসিনার ফাঁসি না হলে স্বৈরাচার পতন আন্দোলনে যেসব ছাত্র-জনতা প্রাণ দিয়েছে, সেসব আত্মাগুলো শান্তি পাবে না। শেখ হাসিনাকে এদেশে এনে তার এবং দোসরদের ফাঁসির দাবী জানাচ্ছি। 

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন সিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আঃ খালেক টিপু, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর,ফতুল্লা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী,ফতুল্লা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুসলিম আহমেদ প্রমুখ।