নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা বিএনপির সহ সভাপতির পদ থেকে সাবেক কাউন্সিলর মোঃ মতিন ভূঁইয়াকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকরা । এছাড়াও বিএনপির নাম ভাঙ্গিয়ে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে তারাবো পৌরসভার রূপসী এলাকায় একই দিন দুপুরে প্রতিবাদ সভা করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বায়েজীদ প্রধান।
বুধবার (১৪ আগষ্ট) সকালে উপজেলার যাত্রামুরা এলাকায় সংবাদ সম্মেলনে বহিস্কৃত সহ সভাপতি আব্দুল মতিন ভুইয়া বলেন, গত ১৫ বছরে আওয়ামীলীগের নির্যাতনে ১২ টির বেশি রাজনৈতিক মামলায় অভিযুক্ত হয়েছি। সভা সমাবেশে যোগ দিয়েছি।
শুধুমাত্র আমি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সমর্থক হওয়ায় পৌর বিএনপির সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যা অন্যায় ভাবে করা হয়েছে। তাই এ বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই। সংবাদ সম্মেলনের পর মতিন ভুঁইয়া সমর্থিত তারাবো পৌর বিএনপির নেতাকর্মীরা যাত্রামুড়া থেকে তারাবো বিশ্বরোড এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন।
তবে, এ বিষয়ে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের কারণে মতিন ভুঁইয়াকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে বিএনপির নাম ভাঙ্গিয়ে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে তারাবো পৌরসভার রূপসী এলাকায় একই দিন দুপুরে প্রতিবাদ সভা করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বায়েজীদ প্রধান। এতে যোগ দেন তারাবো পৌর বিএনপি যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের রূপসী মোড়ে ট্রাফিকে স্বেচ্ছায় দায়িত্বরত শিক্ষার্থীদের খাবার ও পানীয় বিতরণ করেন তিনি।
প্রতিবাদ সভায় স্থানীয় হিন্দু নেতারা বলেন, তাদের কোন মন্দিরে হামলার ঘটনা ঘটেনি। তবে দু একটি বিচ্ছিন্ন ঘটনা রাজনৈতিক বিরোধে হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার আরিফ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, ৪ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা শাহ আলম প্রধান, মীর মফিজুল ইসলাম প্রমূখ।