নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

বন্দরে ডাকাতি প্রতিকার ও ন্যায় বিচারের চেয়ে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৪, ১৩ আগস্ট ২০২৪

বন্দরে ডাকাতি প্রতিকার ও ন্যায় বিচারের চেয়ে মানববন্ধন

চিহ্নিত ডাকাত দল কর্তৃক রাতের আধারে ডাকাতি প্রতিকার ও ন্যায় বিচারের চেয়ে মানববন্ধন করেছে বন্দর শাহী মসজিদ এলাকার সর্বস্তরের জনগন। মঙ্গলবার (১৩ আগস্ট)  দুপুর ২টায় বন্দর  শাহীমসজিদস্থ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৩ জুলাই বন্দরে শেখ কামাল ও  সন্ত্রাসী কাটা সিফাতসহ প্রায় শতাধিক অজ্ঞাত নামা সন্ত্রাসী নিরিহ বুলবুল আহাম্মেদের রিক্সার গ্যারেজে অর্তিকত হামলা চালিয়ে ২৩ টি অটো রিক্সা লুটপাট করে নিয়ে যায়। 

দীর্ঘ দিন ধরে তাদের অত্যাচারে চরম ভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে শাহীমসজিদ এলাকার শান্তি প্রিয় জনগন। ডাকাত পরিবারের কুকীর্তি সুষ্ঠ তদন্তসহ এদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ- সভাপতি মোহাম্মদ নূর হোসেন, সমাজ সেবক মোসলেউদ্দিন স্বপন, ক্ষতিগ্রস্থ রিক্সা গ্যারেজ মালিক বুলবুল আহমেদ, আজিম ও খোকন প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শুভ, আলামিন, নূরজ্জামান, জামাল মিয়া, রোমান, নাবীল, রায়হান, ওয়াসিফ, ইফাত, রিয়াদ, জিহাদ ও স্বপনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।