নারায়ণগঞ্জে রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় এবং কলেজ শাখা ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগষ্ট) সকালে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শাওন শাকিল এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান,অনান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আমজাত হোসেন, আল-আমিন, সামছুল হক, মনির, মিরাজ, আসমাসহ অনেক শিক্ষক এবং এতে উপস্থিত ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম নয়ন, যুগ্ম আহবায়ক শামিম, যুগ্ম আহবায়ক নয়ন, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সানি, যুগ্ম আহবায়ক সজিব, যুগ্ম আহবায়ক জহিরুল, আহবায়ক সদস্য আলামিন ইসলাম পিন্স, জলিল মিয়া, আবু সুফিয়ান, সায়েম, রাব্বি, ইমন, রিদয়, তাইফুর, চঞ্চল, রিফাত, আপন, আলিফ ও আলামিনসহ অনেক।
সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শাওন শাকিল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের হয়েছে। কলেজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছি ।
আমরা সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে সবাই মিলে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে চাই। এবং নিহত ছাত্রদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও নিরবতা পালন এবং ছাত্র-ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। এটা রাষ্ট্রের প্রতিষ্ঠান আমাদের সবাইকে রক্ষা করতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে এবং সম্মান দিতে হবে।