নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

সেনাবাহিনীর সহযোগিতায় শুরু হয়েছে বন্দর থানার কার্যক্রম 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫৮, ১০ আগস্ট ২০২৪

সেনাবাহিনীর সহযোগিতায় শুরু হয়েছে বন্দর থানার কার্যক্রম 

সেনাবাহিনীর সহযোগিতায় শুরু হয়েছে বন্দর থানার কার্যক্রম। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে বন্দর থানার কার্যক্রম শুরু করেন পুলিশ সদস্যরা।

এ সময় থানা  থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “আমরা সেনাবাহিনীর সহযোগিতায় থানার সকল কার্যক্রম শুরু করেছি।

তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে চুরি, ডাকাতি, ছিনতাই ও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে লড়াই করব।

ওই সময় উপস্থিত ছিলেন বন্দর থানায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা হাজী শাহেন শাহ, বন্দর প্রেসক্লাবের সহ - সাধারণ সম্পাদক জি.এম. সুমন ও দৈনিক নীর বাংলা পত্রিকার সহ- সম্পাদক আহাম্মদ আলী ও একই পত্রিকার বন্দর প্রতিনিধি বিল্লাল হোসেন প্রমুখ। 

সম্পর্কিত বিষয়: