ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া বেশ কিছু অস্ত্র-গুলি ও মালামাল উদ্ধার করছে র্যাব-১১। শনিবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া।
তিনি জানান, র্যাব ১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকোস গোয়েন্দা দল সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া সরকারি সম্পদ উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি চায়না রাইফেল, একটি সিজেট পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড সিজেট পিস্তলের গুলি, একটি গ্যাস গান, পাঁচটি গ্যাস সেল, ২১ রাউন্ড রাবাব বুলেট, ২১টি লেড বল, একটি এক নলা বন্দুক, একটি রিভলভার, ১০ রাউন্ড গুলি, চারটি সাউন্ড গ্রেনেড, তিনটি হ্যান্ডকাফ, দুইটি মোটরসাইকেল, একটি ডিভিআরসহ লুট হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সিদ্ধিরগঞ্জ থানায় হামলা ভাঙচুর হয়। এ সময় থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরকারি মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।