বন্দরে মাদক কারবারি শুভ ও তার সহযোগীরা অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল কোচ মো. সাইদ হাসান আহত হয়েছেন। সোমবার বিকালে নবীগঞ্জ কদম রসুল দরগার পিছনে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ সাইদ হাসান উপজেলার নবীগঞ্জ ইসলাম বাগ এলাকার মৃত নওশের আলীর পুত্র।
তিনি নারায়ণগঞ্জ জেলার ফুটবল প্লেয়ার ও বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল কোচ। অভিযুক্ত মাদক কারবারি শুভ নবীগঞ্জ পূর্ব পাড়া এলাকার নজরুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় শুভ একজন মাদক ব্যাবসায়ী এবং নারী পাচারকারী। পূর্ব শত্রুতার যের ধরে গত সোমবার বিকালে নবীগঞ্জ কদম রসুল দরগার পিছনে শুভ এবং তার সাথে কয়েকজন সাইদ হাসানের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এমতাবস্থায় নিজেকে রক্ষা করতে গিয়ে সাইদ হাসানের ডান এবং বাম হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। ঐসময় এলাকাবাসী ধাওয়া করলে আততায়ীরা পালিয়ে যায়।তখন এলাকাবাসীর সহায়তায় কোচ সাইদ হাসানকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। এতে করে ডান হাতে ১২টি বাম হাত ১৮টি সেলাই পড়ে।
এ ঘটনায় সাইদ হাসান বলেন, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে মাদক ব্যবসায়ী শুভ। আমার জীবন এখন সংকটাপন্ন। দেশের এই পরিস্থিতিতে আইনশৃংখলা বাহিনীর ও কোনো সাহায্য পাচ্ছি না। থানায় কোনো অভিযোগ ও করতে পারছি না।