বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা পরিষদ ও আয়কর অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে আন্দোলনকারীরা।
এ সময় তারা সড়কে একটি অটো ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় এবং সড়কের পাশে পেট্রোল পাম্পে থাকা শীতল পরিবহনের কয়েকটি বাস ভাংচুর করে। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকাল থেকে হাজার হাজার শিক্ষার্থী নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডে নেমে আসে। এ সময় তারা নানা শ্লোগানে রাজপথ মুখরিত করে রাখে এবং শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান নেয়।
এদিকে সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীদের একটি অংশ বিক্ষোভ করতে করতে লিংক রোডে অবস্থিত আয়কর অফিসে হামলা চালায় ও ইটপাটকেল ছুড়ে ভবনের গ্লাস ভাংচুর করে।
পরে তারা জেলা পরিষদ কার্যালয়েও হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় তারা সড়কে একটি অটো ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় এবং সড়কের পাশে পেট্রোল পাম্পে থাকা শীতল পরিবহনের কয়েকটি বাস ভাংচুর করে।