নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪৫, ৩১ জুলাই ২০২৪

আড়াইহাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

আড়াইহাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এই কর্মসূচীর উদ্ধোধন করেন। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণ।

এই সময় আরও উপস্থিত ছিলেন  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, হিসাবরক্ষণ কর্মকর্তা আঃ জাব্বার,  সমবায় কর্মকর্তা নাহিদা নাছরিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সজল কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম,  মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ ভুইয়া, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, প্রকল্প  বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় মৎস্যজীবিগণ অংশ নেন।

আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার জানান, আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে সৎস্য সপ্তাহের কার্যক্রম। 
 

সম্পর্কিত বিষয়: