স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় তাকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টায় বন্দর উপজেলার কুশিয়ারা স্কুলের পিছনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
আহত সজিব বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার রফিক মিয়ার ছেলে। তিনি আকিজ কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত রয়েছেন।
এ ঘটনায় আহত সজিবের পিতা রফিক মিয়া বাদী হয়ে ঘটনার দুপুরে ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার ইমরান মিয়ার সন্ত্রাসী ছেলে ইসলাম ও তার মা ডালিয়া বেগম ও একই এলাকার অপর সন্ত্রাসী শামীম।
আহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে কুশিয়ারা এলাকার রফিক মিয়ার অটো গ্যারেজের তার চুরি করে নিয়ে যায় একই এলাকার ইমরান মিয়ার ছেলে বহু অপকর্মের হোতা ইসলাম ও একই এলাকার শামীমসহ চোরের দল।
পরে চুরির বিষয়টি এলাকায় জানাজানি হলে এ ঘটনায় গ্যারেজ মালিকের স্ত্রী সেলিনা বেগম মঙ্গলবার সকালে এর প্রতিবাদ করলে ওই সময় চোরের দলের হোতা ডালিয়া বেগমের হুকুমে তার ছেলে ইসলাম ও অপর সন্ত্রাসী শামীম ক্ষিপ্ত হয়ে গ্যারেজ মালিকের ছেলে সজিবকে বেদমভাবে মারধর করে এবং হত্যার উদ্দেশ্য টেটাবিদ্ধ করে পালিয়ে যায়।