বন্দরে ঢাকাগামী যাত্রীবাহী সেন্টমার্টিন এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের মাদক পাচারকারী জাহিদ (২০)কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়নগঞ্জ জেলা কার্যালয়।
গ্রেপ্তারকৃত মাদক পাচারকারী জাহিদ কক্সবাজার জেলার টেকনাফ থানার ২৪ লেদা ক্যাম্প বাসানং ১৮ ব্লক ই এলাকার মৃত আব্দুল সালাম মিয়ার ছেলে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নারায়ণগঞ্জ খ সার্কেল উপ- পরিদর্শক ইকবাল আহাম্মেদ দিপু বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং ৩৬(৭)২৪।
গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত ১টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপরে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে,গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জাহিদ দীর্ঘদিন ধরে ঢাকা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার দেহ তল্লাশি চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।