শামীম ওসমানের পা ছুঁয়ে আওয়ামী লীগে যোগ দেয়া সিদ্ধিরগঞ্জের বিতর্কিত বিএনপি নেতা নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সম্প্রতি সংগঠিত নাশকতা-সহিংসতার মামলায় শুক্রবার (২৬ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের মালিকানাধীন শীতল পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় ইসরাফিলের জড়িত রয়েছে।
জানাগেছে, রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপি করে আসছিলেন ইসরাফিল। ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পা ছুঁয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি। এরপর তিনি রাজনৈতিকভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়েন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২১ সালে অনুষ্ঠিত নাসিক নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে মাঠে দেখা যায় তাকে। ওই সময়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বলেন, ইসরাফিল যেদিন আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, ওই মঞ্চে আমিও ছিলাম।
সংসদ নির্বাচন ও নাসিক নির্বাচনে তিনি আমাদের সঙ্গেই দলের জন্য মাঠে ছিলেন। বেশ কয়েকটি নাশকতার মামলায় আসামি ইসরাফিল। আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে কারাভোগ করেছেন একাধিকবার, তবে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেওয়ার পরে আর কারাভোগ করতে হয়নি তাকে।
এদিকে গত ২৬ মার্চ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্যসচিব ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এই কমিটিতে মো. মাসুদুজ্জামান মন্টুকে সভাপতি ও মো. মহিউদ্দিন শিকদারকে সাধারণ সম্পাদক করা হয়। ৭১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ৪৬ নম্বর সদস্য পদে রয়েছেন ইসরাফিল প্রধান।
অপরদিকে ইসরাফিলের ফের বিএনপিতে ফেরার তথ্য উঠে এলেও ইসরাফিল তা বরাবরই অস্বীকার করে এসেছেন। তিনি বলেন, আমার রক্তে বিএনপি আমি বিএনপি পরিবারের লোক। জোর করে চক্ষু রাঙ্গিয়ে আমাকে মঞ্চে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে আমাকে জোর করে যোগদান করিয়েছে। আমি বিএনপিতে ছিলাম এবং আছি। এই কথাও বলতে দেখা গেছে তাকে অনেকবার। তবে মাঠে কোন দলেরই পক্ষে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাকে।
এ বিষয়ে এরআগেও বহুবার তাকে প্রশ্ন করলে তিনি বলতেন আমি তো বিএনপি পরিবারের লোক। আমি কারও রাজনীতি করি না। আমি স্থানীয় কাউন্সিলর। আমি সকলের।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পরিদর্শক আমিনুল ইসলাম জানান, ইসরাফিলকে সম্প্রতি সংগঠিত নাশকতা-সহিংসতার গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক নাশকতার মামলা রয়েছে।