নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:২১, ১৬ জুলাই ২০২৪

শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত নামা (২০) বছরের এক যুবকের নগ্ন মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ৫টায় বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে,  মঙ্গলবার দুপুরে স্থানীয়রা শীতলক্ষ্যা নদীতে গোসল করার সময় ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের  মরদেহ দেখতে পেয়ে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ খবর দেয়। পরে নৌ পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ভাসমান অবস্থায়  ওই মরদেহ উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে  প্রেরণ করে।

এ ব্যাপারে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ পরিদর্শক মো. হাবিবুল্লাহ জানান, নাম পরিচয় জানার চেস্টা চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা রুজু করার প্রস্তুতি চলছে।