
বন্দরে সালেহ আহমেদ সাইফুল (১১)নামে এক মাদ্রাসা ছাত্র গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৭ জুলাই (রবিবার) সকালে মাদ্রাসা থেকে মদনপুরের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ সালেহ আহমেদ সাইফুল চাদপুর জেলার মতলব থানাধীণ বকাউল ঢাকিরগাও গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে বন্দর উপজেলার লক্ষনখোলা মাদরাসার ছাত্র।
এ ব্যাপারে গত ৮ জুলাই সোমবার দুপুরে বন্দর থানায় সাধারন ডায়েরি(জিডি)করেছেন নিখোজের বড় ভাই সালমান মিয়া। সাধারণ ডায়েরি নাম্বার- ৩০৫, তাং ৮-৭-২৪ইং।
জানা যায়, গত ৭জুলাই রোববার সন্ধ্যা পোনে ৭টার দিকে মাদ্রাসা থেকে বন্দর থানাধীণ লক্ষনখোলা বাসষ্ট্যান্ড থেকে মদনপুর যাওয়ার জন্য নাফ পরিবহনে উঠিয়ে দিলে সে আর পূণরায় মাদ্রাসায় ফিরেনি। এমন তার নিজ বাড়িতেও যায়নি।
পরদিন সোমবার মাদ্রাসা থেকে সালেহ আহমেদ সাইফুলের পরিবারকে জানানো হয় সে মাদ্রাসায় পৌঁছায়নি। এমন খবরে ভেঙ্গে পড়েন সালেহ আহমেদ সাইফুলের পরিবার।
দিনভর নিকটস্থ আত্নিয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর না পেয়ে সোমবার দুপুর ২টায় বন্দর থানায় সাধারন ডায়রি করেন।