নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় প্রতারণা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২২, ৮ জুলাই ২০২৪

ফতুল্লায় প্রতারণা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অর্থ আত্মসাতের প্রতারনা মামলায় মো. আবুল কালাম (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ ।

এরআগে রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফতুল্লা থানার কোতালেরবাগ হকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আবুল কালাম কোতালেরবাগ এলাকার মৃত নাজিমউদ্দিনের ছেলে। 

ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো. বাবুল হোসেন জানান,  আত্মসাতের প্রতারণা মামলায় আবুল কালাম নামে একজনকে কোতালেরবাগ হকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছি। উক্ত  মামলায় তার বিরুদ্ধে আদালত কতৃক গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল।