বন্দরে ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে সাগর (১৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ সাগর বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ বাগবাড়ী এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
এ ঘটনায় নিখোঁজ যুবকের ভগ্নিপতি বোরহান উদ্দিন বেপারী বাদী হয়ে শুক্রবার (৫ জুলাই) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন যার জিডি নং- ২৬৮ তাং- ৫-৭-২০২৪ইং। এর আগে গত বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টায় উল্লেখিত এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়।
জিডি সূত্রে জানাগেছে, তার শ্যালক সাগর গত বৃহস্পতিবার সকালে বাড়ী কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।
আমরা অনেক স্থানে খোঁজাখুজি করে তার কোন হদিস না পেয়ে এ ব্যাপারে থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করি। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ যুবকের সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।