নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শনে উপ সচিব ফারজানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৭, ২৯ জুন ২০২৪

নারায়ণগঞ্জের মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শনে উপ সচিব ফারজানা

নারায়ণগঞ্জের মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব ফারজানা সিদ্দিকা। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার একাধিক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব ফারজানা সিদ্দিকা বলেন, জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সার্বিক কার্যক্রমে আমি সন্তুষ্ট। প্রতিষ্ঠানটির সেবার মান আরো বৃদ্ধির জন্য সকল ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন তিনি। এ সময় তিনি  রোগী, কেন্দ্রের কাউন্সিলর, সাইকোলজিষ্ট, চিকিৎসক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পরিচালক। 
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়: