নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

বন্দরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন জেলা প্রশাসক 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৮, ২৪ জুন ২০২৪

বন্দরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন জেলা প্রশাসক 

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড মুরাদপুর এলাকায় অবস্থিত কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

সোমবার (২৪ জুন) দুপুরে তিনি এ কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে আসেন। এ পরির্দশন কালে ওই সময় উপস্থিত ছিলেন,  কমিউনিটি ক্লিনিকের সভাপতি মো. সাইদুর রহমান সানোয়ার, বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো. বেলায়াত হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী এম, এ সালাম, নাসিক ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের  সংরক্ষিত নারী কাউন্সিলর সানিয়া সাউদ ও অত্র কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার বিলকিস আক্তার এবং  এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক স্বাস্থ্য সেবার খোঁজ খবর নেন। এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।