নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

হাজীগঞ্জে পানিতে তলিয়ে সড়কের বেহাল দশা, পরিদর্শনে চেয়ারম্যান ফাইজুল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৩, ২২ জুন ২০২৪

হাজীগঞ্জে পানিতে তলিয়ে সড়কের বেহাল দশা, পরিদর্শনে চেয়ারম্যান ফাইজুল

সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের হাজিগঞ্জে শাহ্পরাণ সড়কটি দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকার ফলে সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। পানিতে তলিয়ে থাকায় সড়কটিতে খানাখন্দের সৃষ্টি হয়েছে।

এতে ঝুঁকি নিয়ে ওই এলাকার তিন শতাধিক পরিবারের শিশু, বৃদ্ধ, নারী পুরুষ চলাচল করছে। প্রায় সময় বিভিন্ন দূর্ঘটনার পতিত হচ্ছেন এলাকার লোকজন। অন্যদিকে সড়কে জমে থাকা পঁচা পানি মাড়িয়ে চলার করাণে ওই এলাকার লোকজন ঘা পাচড়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, শাহ্পরান রোডের মানুষ যাতায়াতের একমাত্র রাস্তাটি ডিএনডির ভিতরে হওয়ায় বছরের প্রায় সময়ই পানিতে তলিয়ে থাকে। এরফলে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার অনেক জায়গায় সড়কের ঢালাই উঠে গেছে।

পানির নিচে থাকায় এগুলো দেখা যায়না। প্রায় সময়ই কেউ না কেউ এসব স্থানে পড়ে গুরুতর আহত হচ্ছেন। আর পঁচা পানির কারণে রোগ বালাই নিত্য সঙ্গি হয়ে পড়েছে।  

এদিকে এ সংবাদে শনিবার (২২জুন) বিকেলে স্থানীয় মেম্বার সবুজকে সাথে নিয়ে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফাইজুল ইসলাম সরেজমিনে বেহাল দশায় পরিণত সড়কটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান মো. ফাইজুল ইসলাম সড়কটির এমন বেহাল দশায় দু:খ প্রকাশ করে বলেন, সড়কের এ অবস্থা দেখে আমারও খুব খারাপ লাগছে। ফতুল্লা ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে অতিদ্রুত সড়কটি  মেরামত করে দিবো, যাতে মানুষ চলাচল করতে পারে।

এদিকে এলাকাবাসির এ দুর্দিনে চেয়াম্যানকে পাশে পেয়ে তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশপাশি সড়কটি যাতে স্থায়ীভাবে দ্রুত মেরামত করা হয় এর দাবি জানান।