নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৬ অক্টোবর ২০২৪

সোনারগাঁয়ে যুবককে অপহরণকালে গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৪, ২২ জুন ২০২৪

সোনারগাঁয়ে যুবককে অপহরণকালে গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিরব (১৮) নামে এক যুবককে অপহরণকালে চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো- ঝালকাঠি জেলার ভাণ্ডারিয়া থানার উত্তর শিয়ালকাঠি গ্রামের আলম খানের ছেলে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ার এলাকার ভাড়াটিয়া গোলাম কিবরিয়া খান (২৮), সিদ্ধিরগঞ্জের মনির হোসেনের ছেলে আস সাদিক হোসেন রিফাত (২৩), চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার সেলুনদিয়া গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে সিদ্ধিরগঞ্জ সানারপড় আরোগ্য মাদকাক্ত নিরাময় কেন্দ্র এলাকার বাসিন্দা রেদোয়ান হোসেন পথিক (২১) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার নওপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ডেমরা থানার আমতলা ওরিয়েন স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা মো. নাঈম (২৫)।

ভুক্তভোগী নিরব আড়াইহাজার থানার মাঝেরচর গ্রামের মো. লিখনের ছেলে। লিখন সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার জালাল সরদারের বাড়ির ভাড়াটিয়া। তিনি কাঁচপুরে আল মোবারাকা বাস কাউন্টারে চাকরি করেন। পরিবহন ব্যবসার বিরোধের জের ধরে তার ছেলে নিরবকে অপহরণের চেষ্টা করা হয়। 
এ ঘটনায় নিরবের পিতা লিখন শনিবার (২২ জুন) সকালে সোনারগাঁ থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার নামীয় এক আসামি সোনারগাঁ থানার বেহাকৈর এলাকার বাসিন্দা বাপ্পি ওরফে রাসেল (১৯) পলাতক রয়েছে।

এরআগে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর সেতুর পূর্বপাশ থেকে নিরবকে অপহরণকালে পুলিশ উদ্ধার করে এবং ওই চার অপহরণকারীকে গ্রেপ্তার করে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদী লিখনের সাথে এজাহার নামীয় আসামি পলাতাক পাপ্পির বিরোধ চলছিল। বাপ্পি বাদীকে খুনসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিল।

একপর্যায়ে বাপ্পির নির্দেশে আসামিরা শুক্রবার রাতে নিরবকে কাঁচপুরস্থ আব্দুল মান্নান মেম্বারের অফিসের সামনে থেকে অপহরণ করে মারধর করে জোরপূর্বক একটি সিএনজিতে (ঢাকা-থ-১১-৩৮৭৬) তুলে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

এমন সময় পুলিশ নিরবকে উদ্ধার ও অপহরণকারিদেরকে হাতে নাতে আটক করেন। তবে সিএনজিটি জব্দ করা হলেও পালিয়ে যেতে সক্ষম হয় চালক। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে বাপ্পির নির্দেশে তারা নিরবকে অপহরণ করতে চেয়েছিল। 

মামলার বাদী লিখন বলেন, পরিবহন ব্যবসা সংক্রান্ত বিষয়ে কাঁচপুর ইউনিয়নের সাবেক মেম্বার জহুরা আক্তার সান্তা ও তার ভাই জিয়ার নেতৃত্বে একটি মহল দীর্ঘদিন ধরে আমাকে এলাকাছাড়া করার চেষ্টা চালিয়ে আসছে। তাদের ষড়যন্ত্রে আমি ও আমার পরিবার বিভিন্ন সমস্যার সম্মখিন হয়েছি। 

জহুরা ও তার ভাই কাঁচপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত। তারা মাদক পাচারের সাথেও জড়িত। তাই তাদের অত্যাচার নির্যাতনের শিকার হয়েও আমি প্রতিবাদ করার সাহস পাইনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন আমার ছেলেকে অপহরণ করে আমাকে ঘায়েল করার ফন্দি করেছে। 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, কাঁচপুর এলাকা থেকে এক যুবককে অপহরণ করার সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।