নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

বন্দরে সাংবাদিকের বাসভবনে দুঃসাহসিক চুরি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩০, ২০ জুন ২০২৪

বন্দরে সাংবাদিকের বাসভবনে দুঃসাহসিক চুরি

বন্দরে সাংবাদিক আহাম্মদ আলীর বাসভবনে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। অজ্ঞাত নামা চোরের দল একতলা ভবনের বেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্ট্রিল আলমারিতে রক্ষিত সাড়ে ৪ ভরি ওজনের স্বার্ণালংকার ও নগদ ৮৭ হাজার টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাতে রাত সাড়ে ৩টায় সময় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জনৈক মনির মিয়ার ভাড়াটিয়া একতলা ভবনে ওই চুরি ঘটনাটি ঘটে। 

এ ব্যাপারে ভূক্তভোগী আহম্মদ আলী বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত নামা আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। চুরির ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানাগেছে, সাংবাদিক আহাম্মদ আলীর নারায়নগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক নীর বাংলা পত্রিকার সহকারি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত বুধবার দুপুর ১টায় তার পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়।

ওই সুযোগে অজ্ঞাত চোরের দল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় সময় একতলা ভবনের বেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে উল্লেখিত টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়।