নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪

রূপগঞ্জে কোরবানির বর্জ্যের গন্ধে ভোগান্তি, বৃষ্টিতে মিলেছে মুক্তি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৩, ১৮ জুন ২০২৪

রূপগঞ্জে কোরবানির বর্জ্যের গন্ধে ভোগান্তি, বৃষ্টিতে মিলেছে মুক্তি

প্রকৃতিতে চলছে বর্ষাকাল। আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষকাল। অসহ্য গরমের মধ্যেই গত শনিবার থেকে শুরু হয়েছে আষাঢ় মাস, তবে গত কয়েকদিন বৃষ্টির দেখা না মিললেও মঙ্গলবার (১৮ জুন)  বর্ষার বৃষ্টিতে রূপগঞ্জে রাস্তাঘাটসহ পাড়া মহল্লার অলিগলি হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ও প্রকৃতিতে মিলেছে স্বচ্ছতা। 

সোমবার (১৭ জুন) সারাদেশে উদযাপিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহা। আল্লাহর সন্তুষ্টি অর্জনে এই দিনে সারাদেশের ন্যায় রূপগঞ্জের পাড়া-মহল্লার অলিগলি, বাসার নিচের গ্যারেজে, প্রধান সড়কে পছন্দের গরু, মহিষ, খাসি, ভেড়া কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা।

চারদিকে কোরবানি পশুর বর্জ্যের দূর্গন্ধে প্রতিবছরই জনজীবনে নেমে আসে ভোগান্তি। কিন্তু এ বছর বর্ষার এই বৃষ্টির ফলে যেন ভোগান্তি থেকে মিলেছে মুক্তি।

যারা পশু কোরবানি করেছেন, তারা এ বৃষ্টিকে আল্লাহর রহমত বলে মনে করছেন। তারা বলছেন, বৃষ্টিপাত আরও বেশি হলে ভালো হতো। রাস্তাঘাটে জবাই করা পশুর রক্ত ধুয়ে যেতো, তাতে দুর্গন্ধ কম ছড়াতো। 
 

সম্পর্কিত বিষয়: