নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চাালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত ভ্রাম্যমান আদালত।
এ সময় নকশা বহির্ভূতভাবে এসব ভবন নির্মাণ করায় নির্মাণাধিন চারটি বহুতল ভবন মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে নয়াআটি মুক্তিনগর এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
রাজউকের জুন-৬ এর নারায়ণগঞ্জ অঞ্চলিক কার্যালয়ের অথরাইজড অফিসার মো. রাজিবুল ইসলাম জানান, নশকা বিহর্ভূতভাবে ভবন নির্মাণ করায় তিনটি ভবন মালিককে ১ লাখ করে ৩ লাখ আর একটি ভবন মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভবন মালিকদের অভিযোগ, এরআগে রাজউকের অঞ্চলিক অফিসে গিয়ে তাদের সাথে দেখা করতে বলা হয়েছিল। দেখা না করায় ক্ষিপ্ত হয়ে রাজউক কর্মকর্তারা অভিযান চালিয়েছ।
অভিযানে রাজউক কর্মকর্তারা ভবনের কিছু অংশ ভেঙে দিয়ে দেনদরবার শুরু করে। তাদের চাহিদা পুরুন হলে তাৎক্ষণিক জরিমানা করে চলে যায়।
পরে অফিসে গিয়ে টাকা দিয়ে ভাঙা অংশ মেরামত করা হয়। দীর্ঘদিন ধরেই চলছে রাজউক কর্মকর্তাদের এমন বাণিজ্য।
তবে, অফিসে ডেকে নিয়ে অর্থ আদায়। ডাকে সারা না দিলেই অভিযান। ভবন মালিকদের এমন অভিযোগ সঠিক নয় দাবি করেন অথরাইজড অফিসার মো. রাজিবুল ইসলাম।
নকশা বহির্ভূতভাবে এসব ভবন নির্মাণ করায় জরিমানা করা হয়েছে। ভাঙা অংশ মেরামত করার পর রাজউক নিরব কেন জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।