কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বন্দরে হোসিয়ারী শ্রমিক প্রানদেব চন্দ্র (২১) নিখোঁজ হয়েছে। গত ৮জুন সকাল ৯টায় বন্দর থানার লেজারার্সস্থ তার নিজ বাড়ি থেকে বের হয়ে ৪ দিনেও তার বাড়িতে ফিরে আসেনি।
এ ব্যাপারে নিখোজের পিতা সুসময় চন্দ্র বাদী হয়ে বুধবার (১২ জুন) দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং ৫৯৭,তাং ১২-৬- ২০২৪ইং।
নিখোঁজ হোসিয়ারী শ্রমিক প্রানদেব চন্দ থানার ২২নং ওয়ার্ডস্থ লেজারার্স আবাসিক এলাকার সুসময় চন্দ্র দাসের ছেলে।
জানাগেছে,গত ৮জুন সকাল ৯টায় হোসিয়ারী শ্রমিক প্রানদেব চন্দ্র প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে ৪ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যায় নাই।