নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪

 সোনারগাঁয়ে মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৫, ১২ জুন ২০২৪

 সোনারগাঁয়ে মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে তিশা পরিবহন নামের এক যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি। 

বুধবার (১২ জুন) দুপুর ১২ টার দিকে মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার টিআই আবু নাইম বলেন, দুপুরের দিকে তিশা পরিবহনের ওই বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকার দিকে আসছিল। 

এসময় বাসটি মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে সব যাত্রী বাস থেকে বেরিয়ে আসে। এ ঘটনায় কেউ আহত হোন নি। 

ধারণা করা হচ্ছে, যাত্রী নিয়ে নিয়মিত চলাচল করার কারণে প্রচন্ড গরমের কারণে ইঞ্জিন গরম হয়ে যায়। এ থেকে হয়তো অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

তবে এসময় ফায়ার সার্ভিস, টোলপ্লাজা কর্তৃপক্ষ, ড্রাইভার-হেলপারসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে। 

বর্তমানে বাসটি মহাসড়কের পাশেই পার্কিং করে রাখা হয়েছে। এ ঘটনায় মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি হয়নি।