নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । গ্রেপ্তারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধানের চর গ্রামের মো. মোজাফফরের ছেলে মো. সামাদ (২৬) ও কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গর্জন খোলা এলাকার মো. আব্দুল বারেকের স্ত্রী মোসা. আফরোজা বেগম (৫৬)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার (১১ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়। এরআগে সোমবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে ফ্লাইওভার ব্রিজের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যাত্রীবাহী একটি বাসে করে কুমিল্লা থেকে দুইজন মাদক কারবারি মাদক দ্রব্য নিয়ে আসছে। এমন সংবাদে ডিবি পুলিশের পরিদর্শক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুস শাফীউল আলমের একটি দল মৌচাক বাসস্ট্যান্ডে অবস্থান নেয়।
এ সময় একটি বাস থেকে নামার পর ওই দুই মাদক কারবারিকে সন্দেহ হলে তাদের দাড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে মৌচাক ফ্লাইওভারের নীচ থেকে ওই গাঁজাসহ গ্রেপ্তার হয়।
ডিবি পুলিশের পরিদর্শক মো. আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তারা কুমিল্লা থেকে মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবারহ করে সরবারহ করে আসছে।