নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন জাহাঙ্গীর আলম (৩০) নামে এক পুলিশ সদস্য।
এসময় অজ্ঞান পার্টির সদস্যরা তার সাথে থাকা নগদ দুই লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
পরে তাকে পথচারীরা অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
সেখানে পাকস্থলী ওয়াশ শেষে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের ৬০১ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়।
এরপর তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়। শনিবার (৮ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুরে। বর্তমানে তিনি খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকেন এবং ঢাকার প্রশাসনিক শাখা স্পেশাল ব্রাঞ্চে কর্মরত।
জাহাঙ্গীর আলমের স্ত্রী আসমা খাতুন জানান, আমার স্বামী নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে নগদ দুই লাখ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন।
অচেতন অবস্থায় পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।